মিরসরাই সমাচারে আপনাদের স্বাগতম

মিরসরাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন ও নারিকেলের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি :
চট্টগ্রামের মিরসরাইয়ে ২০২২-২৩ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদে¦াধন করা হয়েছে।
রবিবার ২৫ জুন সকালে মিরসরাই উপজেলা অডিটরিয়মে উক্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়। মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইমাম হোসেন পাটোয়ারি, কৃষি সম্পসারণ কর্মকর্তা জোবাইদুর রহমান ভাসানি, সাংবাদিক নুরুল আলম, বিপুল দাশ ও নাছির উদ্দিন। অনুষ্ঠানে প্রান্তি কৃষক, স্কুল, মাদরাসা, কলেজ, মসজিদ, মন্দির, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংগঠনের মাঝে মোট ১ হাজার ৫ শত নারিকেলের চারা বিতরণ করা হয়।